অনন্ত প্রেম | Ononto Prem Poem | রবীন্দ্রনাথ ঠাকুর



অনন্ত প্রেম কবিতার ভাব সারমর্ম
ononto prem poem বাঙালী কবিতা প্রেমিকদের আবেগ হল রবীন্দ্রনাথ, একধারে রবীন্দ্রনাথ ঠাকুর অনন্ত প্রেমের কবিতা ছাড়াও লিখেছেন বিভিন্ন ধরণের কবিতা। তাছাড়া তিনি প্রেম এর উপরে ৩০০ প্রেমের কবিতা best romantic lines by rabindranath tagore in Bengali লিখেছেন। অনন্ত প্রেম কবিতাটি রবি ঠাকুর নিজের যৌবন থেকে শেষ জীবন পর্যন্ত নিজের ভালোলাগা বা ভালোবাসার প্রতিটি মুহুর্তকে তুলে ধরেছেন। তিনি খুব সম্ভত প্রথম যেই বালিকার প্রেমে পরেছিলেন তার কথা ও প্রেমের আত্মনিবেদন প্রকাশ পায় এই কবিতাতে। আশাকরি এটাই হতে পারে অনন্ত প্রেম কবিতার সারমর্ম
অভিনেতা গ্রেগরি পেক ( 1916-2003)এর অভিনীত রোমান হলিডে(1953)ছবিটি পশ্চিমী চলচিত্রের একটি অন্যও ধারার সঙ্গে আমাদের পরিচিয় করিয়ে দিয়েছিলো. এই ছবিরই অভিনেত্রী অড্রে হেপবর্ন সঙ্গে পেক এর সারা জীবন বন্ধুতের সম্পর্ক ছিলো. অড্রে সারা জীবন সেবামূলক কাজে জড়িতো ছিলেন. আজীবন thirld world প্রধানত আফ্রিকা আর মধ্যও আমেরিকার শিশুদের নিয়ে কাজ করেছিলেন 1997 সালের january তে অড্রে র মৃত্যুর পর গ্রেগরি পেক টেলিভিশন একটি heartbreaking স্মৃতিচারণা করেন যার শেষ ছিলো একটি চমক. গ্রেগ জানালেন তিনি অড্রের একটি প্রিয় কবিতা আবৃত্তি করবেন – এবং করলেন. কবিতা টির নাম ‘ Unending Love’ – I seem to have loved you in numberless forms, numberless times… রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর. আসলে কবিতাটি ‘ মানসী’ কাব্য গ্রন্থের অন্তর্গতো ‘ অনন্ত প্রেম ‘ কবিতা টির সম্পূর্ণ অনুবাদ bangla romantic premer kobita….’ তোমারেই যেন ভালবাসিয়াছি শতরূপে শতবারে…’অড্রের আরও একটি কবিতা প্রিয় ছিলো Sam Levinson এর লেখা ‘ Time Tested beauty Tips’ গ্রেগরি কিন্তু বেছেছিলেন রবীন্দ্রনাথ কেই আরও আশ্চর্যের ব্যাপার হলো গ্রেগরি এর ইছে অনুযায়ী গ্রেগরির নিজের অন্তিম যাত্রা তেও বেজেছিলো রবীন্দ্রনাথের গান নির্ভীজল বাংলা ভাষা তে …..দেবব্রত বিশ্বাস এর গলায় ‘ যেতে যেতে একলা পথে .’
রবীন্দ্রনাথের অনন্ত প্রেম কবিতা গ্রেগরি কি বলেছিলেন শুনুন –