She saved 5005/ out of her pocket expenses and donated for construction of #RamMandir
দেশজুড়ে রাম মন্দির নির্মাণের জন্য বিভিন্ন রকমের কাজ শুরু হয়ে গেছে। জানা গেছে ইতিমধ্যে অনেকখানি কাজ সম্পন্ন হয়ে উঠেছে। বিশ্ব হিন্দু পরিষদ এই মন্দির নির্মাণ যাতে গোটা দেশের সমর্পণ দিয়েই হয় তার জন্য আজ থেকে জানুয়ারি শেষ দিন পর্যন্ত এক মহা নিধি সংগ্রহ অভিযান শুরু করেছে।
আমরা জানি রাম মন্দির 400 বছর পুরনো আন্দোলনের পরিসমাপ্তি ঘটে সুপ্রিম কোর্টের আদেশ দিয়ে এবং উল্লেখযোগ্য বিগত দিনের মতো দুই সম্প্রদায়ের মধ্যে কোন ধরনের মতভেদ না থেকেই রাম মন্দির নির্মাণ কাজ চলছে। ঐতিহাসিক বিচার ব্যবস্থার জন্য গোটা দেশবাসী সুপ্রিমকোর্টকে ধন্যবাদ জানিয়েছে।
কে এই বাচ্চা মেয়েটি
রাম মন্দির গোটা দেশের হিন্দুদের পবিত্র আস্থা স্থল। বহু বছর ধরে এই রাম মন্দির কে হাতিয়ার করে বিভিন্ন দল রাজনীতি করেছে কিন্তু বর্তমান সরকার মুখের কথার সাথে কাজে দিয়ে সমাধান করেছেন।
গোটা দেশের সাথে সঙ্গতি রেখে পশ্চিমবঙ্গে মহানিধি সংগ্রহ অভিযান শুরু হয়ে গেছে তাই আজ বহরমপুর মুর্শিদাবাদ জেলাতে দেবমিতা দত্ত নামে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাম মন্দির নির্মাণ প্রকল্পে নিজের যোগদান হিসেবে প্রায় এক বছর ধরে নিজের টিফিনের টাকা বাঁচিয়ে 5005/- টাকা দান করেছেন। দেবস্মিতা দত্ত বহরমপুর জেলা সম্পাদক পরিষদের দেবাশীষ দত্ত কন্যা।
She saved ₹ 5005/ out of her pocket expenses and donated for construction of #RamMandir .
— Sourish Mukherjee (@me_sourish_) January 14, 2021
She is Debamita Dutta, a student of class VI, and the daughter of VHP Secretary of Baharampur , Murshidabad Sri Debasish Dutta...#RamMandirNidhiSamarpan #RamMandir_Samarpan pic.twitter.com/xS9GtWqVDZ
পাঠক কে অনুরোধ যত সম্ভব বিভিন্ন স্থানে শেয়ার করুন যাতে রামমন্দির নির্মাণ প্রকল্প সকলে নিজের যোগদান দিতে উৎসাহ পায়।