
বলা হয় আমার থেকে বড় কোনো বড় হৃদয় হয় না I মা অনেক দুঃখ কষ্ট সহ্য করেও নিজের সন্তানকে খুশি এবং আনন্দে রাখার চেষ্টা করে I কিন্তু কিছু কিছু সন্তানেরা মাকে ভগবানের ভরসাতে রেখে বৃদ্ধ অবস্থায় ফেলে দেয় এবং নিজের কর্তব্যে অবহেলা করে, তার সাথে সে বৃদ্ধটি তখন সরকারের যোজনার প্রতি ভরসা রাখে!
উত্তরপ্রদেশের মইনপুর জেলাতে 85 বছরের বৃদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নিজের 12 বিঘা জমি লিখে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন| কারণ যখন বৃদ্ধ অবস্থা হয়ে যাওয়ার পর তাহার ছেলেমেয়েরা তাকে দেখাশুনা পর্যন্ত না করে দূরে ফেলে দিয়েছে তখন বিভিন্ন সরকারি যোজনা অর্থাৎ বৃদ্ধদের জন্য তৈরি করা বিভিন্ন যোজনা লাভ এই 85 বছরের বৃদ্ধ মহিলাটি পেয়েছেন, তাই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নিজের 12 বিঘা জমি লিখে দিতে চান|
85 বছরের বৃদ্ধ মহিলাটি নাম বিটন দেবী, তিনি বুধবার ব্লক অফিসে উপস্থিত হয়ে বিডিও মহাশয় এর কাছে নিজের 12 বিঘা জমি প্রধানমন্ত্রী মোদিজীর নামে লিখে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু লক অফিস থেকে ইহা সম্ভব নয় বলা হয় I তাই তিনি ক্ষোভ উগরে দেয় তিনি বলেন যেখানে আমার নিজের পেটের ছেলে মেয়েরা আমাকে দেখতে মানা করে দিয়ে এ অবস্থায় আমাকে ফেলে রেখে চলে যায় সেখানে, এই প্রধানমন্ত্রীর বৃদ্ধা যোজনা সমূহ আমার জীবনের ভরণ-পোষণ করেছে তাই আমি আমার সম্প্রতি প্রধানমন্ত্রী নামে লিখে দিতে চাই I source ABP